Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩২, শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫

বন্ধুকে কুপিয়ে খুন করে কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ করলো তরুণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২৮ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

বন্ধুকে কুপিয়ে খুন করে কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ করলো তরুণ

ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে খুন করে থানায় চাইনিজ কুড়াল নিয়ে আত্মসমর্পণ করেছে অনিক নামের এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার (তদন্ত) ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুনতাসীর ফাহিম থানায় আত্মসমর্পন করা অহিদুল ইসলাম অনিক সম্পর্কে দুজন বন্ধু ছিলেন। 

নিহত মুনতাসীর ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অহিদুল ইসলাম অনিক পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক হত্যার কথা স্বীকার করেছে।

ফাহিমের নানী মাকসুদা আক্তার বলেন, আমার নাতী পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকতো। মালেশিয়াতে অর্নাসে পড়াশোনা করতো। চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসে। আগামী ২৫ ডিসেম্বর তার মালেশিয়ায় ফেরার ফ্লাইট ছিল। ফাহিম সব সময় বাসায় থাকতো অনিক তাকে ডেকে নিয়ে যেতো। সে পরিকল্পনা করে আমার নাতিকে হত্যা করেছে।

ত্রিশাল থানার (তদন্ত) ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা রুবেল বলেন, ফাহিমকে খুন করে অনিক রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে। ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables