Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে মানবব

কাজী রাকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ৮ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে মানবব

ছবি: সংগৃহীত

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন, মতবিনিময় সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের ব্যানারে আয়োজিত একর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি জালাল উদ্দিন টিপুর নেতৃত্বে মানববন্ধন সম্পন্ন হয়।

মানববন্ধনে ইমন ভিভিয়ান এপলাই ট্রাভেলস-এর প্রতিনিধি, স্কাই জেড ট্রাভেলস-এর অরুণ মজুমদার, গোলাম মোস্তফা ট্রাভেলস-এর সংশ্লিষ্ট ব্যক্তি, এক কুসিব ট্রাভেলস-এর রাকিব হাসানসহ জেলার বিভিন্ন ট্রাভেল এজেন্সি মালিক,ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধন শেষে মুজিব সড়কস্থ জয়তী সোসাইটির কার্যালয়ে মতবিনিময় সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এ ধরনের অধ্যাদেশ বাস্তবায়ন করতে পারে না।যদি বাস্তবায়ন করতেই হয়,তবে নির্বাচিত সরকার গঠন হওয়ার পর সংসদে টেস্ট হোল্ডারদের সঙ্গে আলোচনা করে আইন পাস করতে হবে।"বর্তমানে সারাদেশে মোট ৫,৭০০টি ট্রাভেল এজেন্সি নিবন্ধিত রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

অংশগ্রহণকারীরা বলেন,নতুন অধ্যাদেশ কার্যকর হলে সাধারণ ট্রাভেল এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যবসায় অস্থিতিশীলতা তৈরি হবে। তাই তারা একযোগে অধ্যাদেশ বাতিলের দাবি জানান। মতবিনিময় সভা শেষে গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত এজেন্সি মালিকরা স্বাক্ষর প্রদান করেন।পূর্ব ঘোষণা অনুযায়ী পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables