ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন তেজগাঁও কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। আবারো যান চলাচল শুরু হয়েছে।অবরোধের আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা।
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুপক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মারা যাওয়ার ঘটনায় সকাল ১০টার দিকে ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। ফলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।জানা গেছে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তিনজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।




