ছবি: সংগৃহীত
কুমিল্লার তিতাসে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে একই পরিবারের তিন নারীর নিহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী। নিহতদের সবার বাড়ি উপজেলার চর রাজাপুর এলাকায়।




