ছবি: সংগৃহীত
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো. মাহবুবুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. কেপায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু নারী জাগরণের পথিকৃৎই নন, তিনি সময়ের বহু আগেই নারীর শিক্ষা, অধিকার ও সমাজে সমঅধিকার প্রতিষ্ঠার বিষয়ে যে সাহসী উচ্চারণ করেছেন, তা আজও প্রাসঙ্গিক। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবক্ষেত্রে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দেন তারা। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতেও আহ্বান জানানো হয়।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




