Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৪ ১৪৩২, শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫

ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১৯ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে আন্দোলনরত বিক্ষোভকারীদের একটি অংশ কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। একই সময় আরেকটি দল বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডির দিকে রওনা দেয়।

ধানমন্ডিতে পৌঁছে ওই বিক্ষোভকারীরা ছায়ানট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ভবনের ভেতরের বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ভবনের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাতের নিস্তব্ধতা ভেঙে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হামলাকারীদের ভবন এলাকা থেকে সরিয়ে দেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে ধানমন্ডি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Walton
Walton