ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘনায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। অপর আহতকে নিয়ে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান তিনি। নিহতরা কোন লঞ্চের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।




