Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৯ ১৪৩২, বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫

শনিবার খোলা থাকছে ব্যাংক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

শনিবার খোলা থাকছে ব্যাংক

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমা দেয়ার সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশনের (ইসি) চিঠি পেয়ে এই নির্দেশ দেয়া হয়।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক আ ন ম মঈনুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইসি সচিবালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ ভারি করা হলো।

বৃহস্পতিবার খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে সরকারি ছুটি। পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। অন্যদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। টানা তিন দিন ব্যাংক বন্ধ  থাকলে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে সমস্যা হবে এমন পর্যবেক্ষণ জানিয়ে শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখতে চিঠি দেয় নির্বাচন কমিশন।

এদিকে বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলোকে খোলা রাখতে। যা মনোনয়নপত্র দাখিলের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়, ব্যাংকের ট্রানজেকশনের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিকমত সম্পন্ন করতে পারেন।’
 

Walton
Walton