Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৯ ১৪৩২, বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫

বৃহস্পতিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ব্যবহার নিয়ে যে নির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

বৃহস্পতিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ব্যবহার নিয়ে যে নির

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন বৃহস্পতিবার যানজট এড়াতে নতুন সিদ্ধান্ত এসেছে।

সিদ্ধান্ত অনুযায়ী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন‍্য টোলমুক্ত থাকবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এদিকে মঙ্গলবার অপর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমানের যাত্রীদের জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। এ অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের ওই তারিখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। সেখানে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 
 

Walton
Walton