Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৫ ১৪৩২, সোমবার ১৯ জানুয়ারি ২০২৬

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ১৯ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোতালেব নামে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে তিনি ডিএডি পদমর্যাদায় র‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। এছাড়া দুর্বৃত্তদের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের অন্তত ৩ জন সদস্য।

সোমবার সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

Walton
Walton