Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩২, শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫

মেঘনায় দুর্ঘটনা :ঘন কুয়াশায় লঞ্চ না চালানোর নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৬ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

মেঘনায় দুর্ঘটনা :ঘন কুয়াশায় লঞ্চ না চালানোর নির্দেশনা

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় ঘন কুয়াশার মধ্যে লঞ্চ না চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এ নির্দেশনা দেন। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুর্ঘটনা তদন্তে মন্ত্রণালয় কর্তৃক এরই মধ্যে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, লঞ্চ এডভেঞ্চার-৯ এর ৫ জন স্টাফকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা ঘন কুয়াশার মধ্যে লঞ্চ না চালানোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রত্যেক লঞ্চের ফগ লাইট ও সাইড লাইট নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

এতে আরও বলা হয়, নৌপরিবহন উপদেষ্টা প্রত্যেক লঞ্চের ফিটনেস ও লাইসেন্স তদারকির জন্য নৌপরিবহন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।  

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীবাহী লঞ্চ এডভেঞ্চার-৯ ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে ঘোষের হাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী এলাকায় পৌঁছালে গভীর কুয়াশার কারণে রাত আড়াইটার দিকে উভয় লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় লঞ্চটির চারজন যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন শুক্রবার সকালে রাজধানীর সদর ঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ পরিদর্শন করেন। তিনি সেখানে নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি দুর্ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন এবং নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 

নৌপরিবহন উপদেষ্টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে দেড় লাখ টাকা এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানান। তিনি লঞ্চ দুটির মালিক পক্ষকে ডাকার নির্দেশ দেন। দায়ী মালিক পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান।

Walton
Walton