Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৯ ১৪৩২, বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫

পোস্টাল ব্যালটে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

পোস্টাল ব্যালটে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় ৬ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধনের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটাররা।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারিত ছিল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার (আজ) পর্যন্ত। এটা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। 

তিনি বলেন, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ভোটারদের এই নিবন্ধন শুরু হয়েছিল। যারা এখনও নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

আগামী শনিবার সারাদেশের সব তপশিলি ব্যাংক খোলা রাখার জন্য ইসি নির্দেশ দিয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, আগামী শনিবার তপশিলি ব্যাংকগুলোকে খোলা রাখতে আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি। যাতে মনোনয়নপত্র দাখিলের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলো এবং ব্যাংকের কোনো বিষয় থাকলে, সেটা যেন সম্ভাব্য প্রার্থী বা তাদের এজেন্টরা ঠিকমত সম্পন্ন করতে পারেন।

নির্বাচনি আচরণবিধি প্রতিপালন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাই আচরণবিধি মেনে চলবো। এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।

 

Walton
Walton