ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে বাংলাদেশ হাইকমিশনের সামনে। এক পর্যায়ে দুই স্তরের পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভ চলাকালে, “ভারত মাতা কি জয়”, “ইউনুস সরকার হুঁশে আসো” এবং “হিন্দু হত্যা বন্ধ করো”—এমন নানা স্লোগান দিতে থাকে। কেউ কেউ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দীপু দাস হত্যার বিচার দাবি করেন। এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পুড়িয়েছে বিক্ষোভকারীরা।একজন বিক্ষোভকারী বলেন, “আজ আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমিও দীপু হব, আপনিও দীপু হবেন।”
আরেকজন বলেন, “বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। এটি রাম ও কৃষ্ণের দেশ। আমরা কাউকে হত্যা করি না, কিন্তু সেখানে আমাদের বোন ও মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে।”পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে এলাকা থেকে সরিয়ে নেয়। পরে পুনরায় ব্যারিকেড স্থাপন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। আগেই সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় হাইকমিশন এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের বালুকায় ২৫ বছর বয়সী গার্মেন্টসকর্মী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ও আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও উদ্বেগ সৃষ্টি হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। নয়াদিল্লি ও শিলিগুড়িতে সংঘটিত ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতের হাইকমিশনারকে তলব করেছে ঢাকা।




