Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩২, শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫

ঘিবা সীমান্তে বিজিবির অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

কাজী রাকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ২৬ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

ঘিবা সীমান্তে বিজিবির অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর রাত ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় ২ নম্বর ঘিবা গ্রাম থেকে 
তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ৪৩ কেজি গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম বাবু (২৯)। তিনি বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। উদ্ধারকৃত গাঁজার মুল্য ১ লক্ষ ষাট হাজার পাঁচশত টাকা বলে জানায় বিজিবি।

আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে উদ্ধারকৃত মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Walton
Walton