
ফাইল ছবি
ক্যালিফোর্নিয়ায় ক্যানিয়ন ফায়ার নামে পরিচিত ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার বিকেলে ভেনচুরা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির সীমান্তে আগুন ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা নাগাদ দাবানল ৩০ একর থেকে প্রায় ৫,৪০০ একরে বিস্তৃত হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে ভয়াবহ দাবানলের কারণে শুক্রবার হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচণ্ড তাপ এবং শুষ্ক পরিবেশ এর দ্রুত বিস্তারকে আরও বাড়িয়ে তুলেছে।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার গভীর রাতে এর পরিধির ২৮% নিয়ন্ত্রণে এসেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ সতর্কতামূলক ব্যবস্থার অংশ।
বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস জানিয়েছে, প্রচণ্ড তাপ এবং শুষ্ক পরিবেশ অগ্নিনির্বাপণ প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। শুক্রবার রাতে ভেনচুরা কাউন্টি এক বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তাদের প্রচেষ্টায় কোনো কমতি নেই। কিন্তু আগুন বেপরোয়াভাবে ছড়াচ্ছে। প্রায় ৪০০ দমকলকর্মী আগুন নেভাতে লড়াই করছেন।
আগুন এখনো সক্রিয় রয়েছে এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিকে কাস্টেইকের দিকে ছড়িয়ে পড়ছে। তাপমাত্রা ১০০° ফারেনহাইট (৩৭.৭° সেলসিয়াস) পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস থাকায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন।
কাউন্টির সুপারভাইজার ক্যাথরিন বার্গার শুক্রবার এক্স-এ লিখেছেন, আগুন লাগার সবচেয়ে কাছের শহর সান্তা ক্লারিটাতে বাসিন্দাদের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। আপনি যদি সান্তা ক্লারিটা, হ্যাসলি ক্যানিয়ন বা ভ্যাল ভার্দে থাকেন তাহলে সরে যাওয়ার নির্দেশ গুরুত্ব সহকারে নিন। সতর্ক থাকুন, দয়া করে জীবনের ঝুঁকি নেবেন না।