Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৯ ১৪৩২, বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫

চীনে ৬ মাত্রার ভূমিকম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

চীনে ৬ মাত্রার ভূমিকম্প

ফাইল ছবি

চীনের শিনজিয়াং অঞ্চলে বৃহস্পতিবার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিইএনসি জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী আকচি প্রদেশের নিকটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ভবন ধসের খবর পাওয়া যায়নি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables