ফাইল ছবি
চীনের শিনজিয়াং অঞ্চলে বৃহস্পতিবার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিইএনসি জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী আকচি প্রদেশের নিকটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ভবন ধসের খবর পাওয়া যায়নি।




