ফাইল ছবি
হংকংয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এ দুর্ঘটনায় দমকলকর্মীসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তবে এখন পর্যন্ত প্রায় ২৭৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, অবশেষে এই আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। হংকংয়ের শীর্ষ নেতা জন লি এক সংবাদ সম্মেলনে জানান, তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের আটটি ভবনের মধ্যে সাতটির আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। নিভে যাওয়া ভবনগুলোতে চলছে তল্লাশি এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল, যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তদন্ত কর্মকর্তারা আরও ধারণা করছেন, ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তারলাভের অন্যতম কারণ।
এই ঘটনায় সংস্কারে সম্পৃক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাদের অফিসে অভিযান চালিয়ে দরপত্রের নথি, কর্মচারীদের তালিকা, ১৪টি কম্পিউটার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জন লি জানান, বৃহস্পতিবার ভোরে ২৭৯ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ব্যক্তিদের বা ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে এখনও কতজন আছেন, সে সম্পর্কে কর্তৃপক্ষ কোনো আপডেট দেয়নি। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে।




