Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ৮ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।  সোমবার হাজিরা শেষে আসামিদের যখন প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনাল থাকে কারাগারে নেয়া হচ্ছিল, এসময় প্রিজনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার অগ্রগতি নিয়ে এদিন শুনানি হয়।

ট্রাইব্যুনালে আনা আসামিরা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শুনানিতে প্রসিকিউশন জানায়, এ মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ায় অব্যাহতি চাওয়া হয়। সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন। ইনু ও হানিফের মামলায় সাক্ষ্যগ্রহণও চলছে। তাই তাদের নাম এই মামলা থেকে বাদ দেয়ার আবেদন করেন প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল এই ৪ আসামির নাম বাদ দিয়ে পরবর্তী শুনানির জন্য ৯ই ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables