ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় উপকূলের কাছে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় সবশেষ ১১ জনের মৃত্যু হয়েছে। এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছেন।রয়টার্স জানিয়েছে, নৌকা ডুবে নিখোঁজদের বেশিরভাগই মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের লোক। তাদের খুঁজতে সোমবার (আন্দামান সাগরে মালয়েশিয়ান উপকূলীয় সামুদ্রিক টহলদল অভিযান চালিয়ে যাচ্ছে।
দেশটির উত্তরাঞ্চলীয় ল্যাংকাউই দ্বীপের পুলিশ প্রধান খাইরুল আজহার নুরুদ্দিন বলেন, 'দুই সপ্তাহ আগে শত শত রোহিঙ্গা মালয়েশিয়ার দিকে একটি জাহাজে উঠেছিল। বৃহস্পতিবার তাদের দুটি দলে ভাগ করে দুটি পৃথক ছোট নৌকায় পাঠানো হয়েছিল। ঘটনাঘল থেকে ২৫৫.৭ নটিক্যাল মাইলজুড়ে অনুসন্ধান অভিযান চলছে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাংকাউই দ্বীপের কাছে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। অন্যদিকে ২৩০ জন যাত্রী বহনকারী অন্য নৌকাটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ইতোমধ্যে কর্তৃপক্ষ ১৩ জন জীবিত এবং সাত জনের মৃতদেহ উদ্ধার করেছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সাতুন প্রদেশের গভর্নর সাক্রা কপিলাকার্ন রয়টার্সকে বলেন, 'থাইল্যান্ডে দুটি রোহিঙ্গা মেয়েসহ চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী এবং মেরিন পুলিশ অতিরিক্ত অভিযান যালাচ্ছে।'




