Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৭ ১৪৩২, বুধবার ১২ নভেম্বর ২০২৫

১৮.৩ শতাংশ তরুণ দেশ ছেড়ে চলে যেতে চান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১২ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

১৮.৩ শতাংশ তরুণ দেশ ছেড়ে চলে যেতে চান

ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি বিভাগের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২৫০০ তরুণের তথ্যের ওপর ভিত্তি করে জরিপ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ইয়ুথ ম্যাটারস সার্ভের এই প্রতিবেদন অনুযায়ী দেশের দেশের ৮১.৭ শতাংশ তরুণ-তরুণী বিদেশে যেতে চান না। বাকি ১৮.৩ শতাংশ তরুণ দেশ ছেড়ে চলে যেতে যান। তাদের মধ্যে অর্থনৈতিক কারণ উল্লেখ করেছেন ৫৮.১ শতাংশ এবং রাজনৈতিক কারণে বলেছেন ৪৪.৫ শতাংশ।

বুধবার রাজধানীর বিওয়াইএলসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তথ্যানুযায়ী এই তথ্যদাতাদের ৯৭.২ শতাংশই ভোট দিতে আগ্রহী। তাদের মধ্যে বিএনপিকে ভোট দেবেন ১৯.৬ শতাংশ এবং জামায়াত ১৬.৯ শতাংশ। সিদ্ধান্তহীনতায় আছেন ৩০ শতাংশ তরুণ। আওয়ামী লীগকে ভোট দিতে চান ৯.৫ শতাংশ তরুণ। আওয়ামী লীগ নির্বাচনে না আসলে এই ৯.৫ শতাংশ তরুণে মধ্যে ভোট দেবেন না ৫৬.৯ শতাংশ তরুণ। অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে মনে করেন ৪৯.৮ শতাংশ, সুষ্ঠু হবে না মনে করেন ১৮.৫ শতাংশ এবং নিশ্চিত না ৩১.৬ শতাংশ। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ইতিবাচক ৬১.৭ শতাংশ।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিকে নেতিবাচক ভাবেন ৫২.৬ শতাংশ তরুণ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables