Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫

টানা তিনদিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:৫৯, ৮ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

টানা তিনদিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

ফাইল ছবি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। টানা তিনদিন ধরে তেঁতুলিয়া উপজেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আছে।সোমবার সকাল ৯টায় সেখানে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় বাতাসের আদ্রতা ছিল ৮৪ শতাংশ। গতদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে একই দিন ভোর সকাল ছয়টায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।
 
সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় খানিকটা রোদেলা ও উষ্ণ আবহাওয়া থাকলেও সন্ধ্যা নামার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বাড়ছে শীতের দাপট। পাশাপাশি কুয়াশার পরিমাণও বেড়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।শীতপ্রবণ এ অঞ্চলে শীত মৌসুমের শুরুতেই এমন তাপমাত্রা নেমে আসায় স্থানীয়দের মধ্যে শীত মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে দেখা গেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত নিবারণের চেষ্টায় গরম কাপড় পড়তে দেখা গেছে।
 
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, টানা তিনদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে রেকর্ড করা হচ্ছে। বলা যায় যা সর্বনিম্ন তাপমাত্রা।
 
 
তবে ধীরে ধীরে তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতার বাড়বে বলেও জানান তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables