Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৪ ১৪৩২, শনিবার ০৯ আগস্ট ২০২৫

ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করলো জার্মাানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ৯ আগস্ট ২০২৫

প্রিন্ট:

ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করলো জার্মাানি

ফাইল ছবি

ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করলো জার্মানি। সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা শহর সম্পূর্ণ দখলের অভিপ্রায়ে এমন পদক্ষেপ নিয়েছে জার্মানি। এর আগে ২২ মাস ধরে চলা যুদ্ধের নিন্দা জানালেও গাজা শহর দখলের মন্ত্রিসভার অনুমোদনের পর ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে জার্মানি।

এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। এদিকে গাজা শহর দখলের পরিকল্পনা ইসরাইলের বিরোধী দল ও জিম্মিদের পরিবারের সদস্যদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে।  সমালোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলেও। 

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেৎস বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজায় ব্যবহার করা হতে পারে ইসরাইলে এমন কোনো অস্ত্রের রপ্তানি জার্মান সরকার করবে না। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর জার্মানি হলো ইসরাইলের দ্বিতীয় বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ। মেৎস হামাসকে নিরস্ত্র করার এবং বাকি ৫০ জিম্মিকে মুক্ত করার ইসরাইলের পরিকল্পনাকে সমর্থন দিলেও তিনি বলেছেন, ইসরাইলের সিদ্ধান্ত বিষয়টিকে জটিল করে দিয়েছে। আরও বলেছেন, গাজার বেসামরিক মানুষের দুর্ভোগ লাঘব করার পাশাপাশি জিম্মিদের মুক্ত করা জার্মানির সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি অবশ্য ইসরাইলি সরকারকে পশ্চিম তীর দখলের বিষয়ে আর কোনো পদক্ষেপ গ্রহণ না করারও আহ্বান জানান। শুক্রবার মেৎসের সঙ্গে ফোনালাপ করেন নেতানিয়াহু। সেখানে জার্মানির নেয়া সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables