
ছবি- সংগৃহীত
মার্কিন পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী পালিত হলো জাপানের নাগাসাকিতে। ৮০ বছরের মধ্যে প্রথমবারের মতো নাগাসাকিতে এক সঙ্গে দুটি ক্যাথড্রেল বেল বাজতে যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়েছে, শনিবার সকালে নাগাসাকির ইমাকুলেট কনসেপশন ক্যাথড্রেলে সবাই জড়ো হতে থাকে। ১৯৪৫ সালের পর প্রথমবারের মতো গির্জার দুটি ঘণ্টা এক সঙ্গে বাজবে। ১৯৪৫ সালের ৯ আগস্ট স্থানীয় সময় সকাল ১১ টা ২ মিনিটে দক্ষিণপশ্চিমাঞ্চলের বন্দর শহর নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এর তিনদিন আগে হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এতে নাগাসাকিতে নিহত হন প্রায় ৭৪ হাজার মানুষ। হিরোশিমাতে প্রাণ হারান ১ লাখ ৪০ হাজার মানুষ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
উরাকামি ক্যাথড্রেল নামে পরিচিত নাগাসাকির গির্জা ১৯৫৯ সালে পুননির্মাণ করা হয়। পারমানবিক বোমার বিস্ফোরণে যা ওই সময় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপ থেকে গির্জার দুটি ঘণ্টার মধ্যে একটি উদ্ধার করা যায়। তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ক্যাথলিকদের অর্থায়নে নতুন আরেকটি ঘণ্টা তৈরি করা হয় এবং গিজায় পুনস্থাপন করা হয়। যা ৮০ বছর আগে যে সময় বোমাটি ফেলা হয়েছিলো ঠিক সেই মুহূর্তে বেজে উঠবে। এ বছরে নাগাসাকিতে অনুষ্ঠিতব্য স্মরণসভায় প্রায় ১০০ টি দেশ অংশগ্রহণের জন্য প্রস্তুত। এর মধ্যে রাশিয়াও আছে। ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে রাশিয়াকে আর আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া জাপানে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যাকে গাজায় ইসরাইলের যুদ্ধের কারণে গত বছর আমন্ত্রণ জানানো হয়নি।
গত সপ্তাহে নাগাসাকির এক কর্মকর্তা বলেন, আমরা চেয়েছি পারমাণবিক অস্ত্র যে ভয়াবহতা ডেকে আনতে পারে অংশগ্রহণকারীরা সরাসরি এসে দেখুক। নাগাসাকিতে গবেষণার সময় জাপানের এক খ্রিস্টান বলেন, তিনি ক্যালড্রেলে দুটি ঘণ্টা এক সঙ্গে বাজতে শুনতে চান।