
ছবি- সংগৃহীত
স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসে গেছে চীনের একাধিক প্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসু। স্থানীয় মিডিয়ার খবর, প্রদেশটির অন্তত ১০ জন নিহত হয়েছেন।
এছাড়া এখনও নিখোঁজ আছেন ৩৩ জন। বৃহস্পতিবার ও শুক্রবারের ভারী বর্ষণে ভেসে গেছে গানসুর বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নিখোঁজদের সন্ধান পেতে আপ্রাণ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ঘন ঘন বৈরি আবহাওয়ার কবলে পড়ছে চীন। এতে দেশটির প্রদেশগুলোতে ঝুঁকি কাটিয়ে ওঠার প্রচেষ্টা করার নির্দেশ দেন শি জিনপিং। নির্বাচিত কলাম
সরকার কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা যায় ঘোলা পানিতে ভেসে গেছে গানসুর একাধিক গ্রাম। বন্যা কবলিত মানুষদের পথ দেখিয়ে নিরাপদ স্থানে পৌঁছতে সহায়তা করছে উদ্ধারকারীরা। প্রাদেশিক সরকার কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা যায়, পলি এবং পাথরে ঢাকা পড়েছে গানসুর সড়ক। সম্প্রতি সপ্তাহগুলোতে চীনের উত্তর ও দক্ষিণাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়াবীদরা বলছেন, ক্রমাগত জলবায়ুর পরিবর্তনে পরিবেশে বর্ষার নেতিবাচক প্রভাব পড়ছে। চীনের উত্তরাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর বেইজিংয়েও ভারী বৃষ্টিপাত হয়েছে।