Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ৪ আগস্ট ২০২৫

প্রিন্ট:

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন আর নেই

ফাইল ছবি

ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা শিবু সোরেন আর নেই। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যা নিয়ে শয্যাশায়ী থাকার পর আজ সোমবার নয়াদিল্লিতে ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার পুত্র ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সমাজিকমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন।

তিনি লেখেন, ‘সম্মানীয় দিশোম গুরুজি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আজ নিজেকে একেবারে শূন্য মনে হচ্ছে।’শিবু সোরেন ঝাড়খণ্ডে ‘দিশোম গুরুজি’ নামে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্সে লেখেন, ‘শ্রী শিবু সোরেনজি ছিলেন একজন তৃণমূল নেতা, যিনি জনগণের প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে জনজীবনে উঠে এসেছেন। তিনি বিশেষভাবে আদিবাসী সমাজ, গরিব ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নে নিবেদিত ছিলেন। তার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা। আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনজির সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করেছি। ওম শান্তি।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables