
ফাইল ছবি
ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা শিবু সোরেন আর নেই। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যা নিয়ে শয্যাশায়ী থাকার পর আজ সোমবার নয়াদিল্লিতে ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার পুত্র ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সমাজিকমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন।
তিনি লেখেন, ‘সম্মানীয় দিশোম গুরুজি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আজ নিজেকে একেবারে শূন্য মনে হচ্ছে।’শিবু সোরেন ঝাড়খণ্ডে ‘দিশোম গুরুজি’ নামে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্সে লেখেন, ‘শ্রী শিবু সোরেনজি ছিলেন একজন তৃণমূল নেতা, যিনি জনগণের প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে জনজীবনে উঠে এসেছেন। তিনি বিশেষভাবে আদিবাসী সমাজ, গরিব ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নে নিবেদিত ছিলেন। তার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা। আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনজির সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করেছি। ওম শান্তি।’