Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

৬০ বছরে বয়সে দ্বিতীয় বিয়ে অভিনেতা আশিষ বিদ্যার্থীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২৫ মে ২০২৩

আপডেট: ২২:০৪, ২৫ মে ২০২৩

প্রিন্ট:

৬০ বছরে বয়সে দ্বিতীয় বিয়ে অভিনেতা আশিষ বিদ্যার্থীর

ফাইল ছবি

ষাট বছর বয়সে দ্বিতীয় বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী। কনের নাম রুপালি বড়ুয়া। তিনি কলকাতার একটি নামকরা ফ্যাশন হাউসে কর্মরত আছেন।

বিয়ের পর সংবাদমাধ্যমকে আশীষ বলেন, জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার। এ সময় রূপালির সঙ্গে মন দেওয়া নেওয়া নিয়ে অভিনেতা বলেন, সেটা লম্বা গল্প, তা না হয় পরে একদিন শোনাব। তবে তাদের পরিচয় যে অল্পদিনের তা স্পষ্ট করেছেন তারা।

এই খল অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধা প্রসঙ্গে রূপালি বলেন, তিনি একজন ভালো মনের মানুষ, ওনার সঙ্গ পাওয়াটা সৌভাগ্যের।এর আগে অভিনেত্রী ও গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশীষ। তবে সে বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। এবার দ্বিতীয় বিয়ে করে সবাইকে চমকে দিয়েছেন আশীষ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables