Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩২, শনিবার ১৫ নভেম্বর ২০২৫

বিয়ে করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ১৫ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

বিয়ে করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী

ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। শনিবার সকালে নিউইয়র্কে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক।

শনিবার অমিতাভ রেজা তার ফেসবুক প্রোফাইলে নিজেদের ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দুজনের হাতে বিয়ের আংটি স্পষ্ট। দুজনেরই উপস্থিতি ছিল হাস্যোজ্জ্বল। ক্যাপশনে জানান দেন, তারা এখন অফিসিয়ালি স্বামী-স্ত্রী।

বেশ কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন নির্মাতা অমিতাভ রেজা। সামাজিক মাধ্যমে প্রায়ই ভেসে ভেড়ায় দুজনের সুন্দর কিছু মুহুর্ত। চলতি বছরের ৭ মে সম্পর্কের জানান দেন তারা।

মুশফিকা যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন । এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন মুশফিকা। ব্রুকলিক কলেজ থেকে সম্পন্ন করেছেন ফিল্ম প্রোডাকশন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে।

এটি নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর তৃতীয় বিয়ে। বিবাহিত জীবনের শুরুতে অভিনেত্রী নওরীন হাসান খান জেনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ রেজা। এরপর দ্বিতীয়বার মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে দুটি দাম্পত্যজীবনের ইতি ঘটার পর এখন তৃতীয়বার বিয়ের সম্পর্কে জড়ালেন নির্মাতা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables