Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩২, সোমবার ১০ নভেম্বর ২০২৫

লাইফ সাপোর্টে বলিউডের বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১০ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

লাইফ সাপোর্টে বলিউডের বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র

ফাইল ছবি

৮৯ বছর বয়সী ধ্রুবেন্দ্র গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউ-তে স্থানান্তর করেন। পরিবারের সদস্যরা সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছেন, তবে এখনো পর্যন্ত পরিবার বা হাসপাতালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।হাসপাতাল সূত্রে জানা গেছে, ধ্রুবেন্দ্র বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন।

গত সপ্তাহে অভিনেতা শ্বাসকষ্ট অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বয়সজনিত নানা জটিলতার কারণে তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।এর আগে চলতি বছরের এপ্রিল মাসে চোখে গ্রাফট সার্জারি হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সের কারণে তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে

ধ্রুবেন্দ্রর বলিউড যাত্রা শুরু ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে। এরপর ‘ বন্দিনি’, ‘অনুপমা’, ‘শোলে’-এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করে তিনি ভারতের চলচ্চিত্র ইতিহাসে স্থান করে নেন। ভক্তদের কাছে তিনি পরিচিত ‘বলিউডের অরিজিনাল হি-ম্যান’ হিসেবে।

ধ্রুবেন্দ্রকে সর্বশেষ দেখা গিয়েছে ২০২৪ সালের সিনেমা ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’-তে, যেখানে সহশিল্পী ছিলেন শাহিদ কাপুর ও কৃতি স্যানন।আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী ছবি “ইক্কিস”, যেখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দা। ম্যাডক ফিল্ম এর প্রযোজনায় ছবিটি ডিসেম্বর ২০২৫-এ মুক্তি পাবে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘ধ্রুবেন্দ্র এখন চিকিৎসাধীন এবং সাড়া দিচ্ছেন। আমরা ভক্তদের অনুরোধ করছি গুজব না ছড়িয়ে তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করতে।’

আগামী ৮ ডিসেম্বর ধ্রুবেন্দ্রর ৯০তম জন্মদিন। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables