Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৬ ১৪৩২, শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫

হিরো আলমের ওপর হামলা : হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

হিরো আলমের ওপর হামলা : হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে তার ওপরে হামলার ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলমের স্ত্রী রিয়া মনি বলেন, ‘তার (হিরো আলম) পুরো শরীর জখম হয়েছে। মনে হচ্ছে হাত ভেঙে গেছে। অবস্থা ভালো না। এভাবে মানুষকে মানুষ মারে! সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে। স্বাভাবিক জীবন যাপন করছিল। আহত অবস্থায় তাকে প্রথমে তাকে মুগদা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে আমরা বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি।’

বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘হিরো আলমকে কে বা কারা মারছে এমন তথ্য আমরা পেয়েছি। তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানতে পেরেছি। তাৎক্ষণিক ঘটনাস্থল এবং মুগদা হাসপাতালে পুলিশের দু’টি টিম যায়।’

এদিকে ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং পরনের টি-শার্টের একটি অংশ ছেঁড়া অবস্থায় দেখা যায়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে আহত অবস্থায় হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables