 
									ফাইল ছবি
আসামের প্রয়াত অভিনেতা-গায়ক জুবিন গর্গের শেষ চলচ্চিত্র নিয়ে ভারত জুড়ে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। শুক্রবার আসামসহ ভারতের বিভিন্ন শহরের একশোর বেশি হলে জুবিনের শেষ চলচ্চিত্র ‘রই রই বিনালে’ একসাথে মুক্তি পেয়েছে। গুয়াহাটির একটি মাল্টিপ্লেক্সে প্রথম প্রদর্শনী শুরু হয় সকাল ৪টা ২৫ মিনিটে, যেখানে ভক্তরা তাদের প্রিয় তারকাকে শেষবার বড় পর্দায় দেখতে অপেক্ষা করেছিলেন।
সকাল থেকেই আসামের প্রধান শহরগুলিতে ছবির প্রদর্শনী শুরু হয়েছে। সর্বত্র আগামী কয়েকদিনের সব শো হাউসফুল বলে জানা গিয়েছে। সামনের সপ্তাহের সব শোর টিকিট ইতিমধ্যেই বিক্রি শেষ হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, এই চলচ্চিত্রটি আগের সব সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙবে। বাড়তি চাহিদা মেটাতে অধিকাংশ প্রেক্ষাগৃহে দিনে সাতটি পর্যন্ত শো নির্ধারণ করা হয়েছে, যা গভীর রাত পর্যন্ত চলবে।জুবিন গত মাসে সিঙ্গাপুর যাওয়ার আগে চলচ্চিত্রটির ৮০ শতাংশ কাজ শেষ করে গিয়েছিলেন। কিন্তু সিঙ্গাপুরে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এর পর চলচ্চিত্রটির বাকি কাজ শেষ করেন জুবিনের স্ত্রী গরিমা। চলচ্চিত্রটি নিয়ে জুবিনের লক্ষ লক্ষ ভক্তের মধ্যে কৌতুহল তৈরি হয়েছিল। তারা তাদের প্রিয় তারকাকে দেখতে আগ্রহী ছিলেন।
চলচ্চিত্রটিতে জুবিন অন্ধ সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। নিজের সুর করা ১১টি গান রয়েছে। চলচ্চিত্রটিতে শিল্পীর সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে। একটি সৈকতে গায়ককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখানো দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন জুবিন গর্গ নিজেই, তার স্ত্রী গরিমা এবং শ্যামন্তক গৌতম। পরিচালনা করেছেন রাজেশ ভূইয়া।





 
											 
											 
											 
											 
											 
											 
											