Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

ব্যাংককে হাসপাতালে ভর্তি অভিনেত্রী তাসনিয়া ফারিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ১৫ মার্চ ২০২৩

প্রিন্ট:

ব্যাংককে হাসপাতালে ভর্তি অভিনেত্রী তাসনিয়া ফারিন

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে ভালো নেই। সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে। ব্যাংককের একটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার হয়েছে বলে জানান এই অভিনেত্রী নিজেই।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালে রয়েছেন। কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। আর সঙ্গে লেখেন- জীবনের প্রথমবার অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।জানা গেছে, ফারিণের নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছেন তিনি। আগামী ১৮ মার্চ তার সেলাই কাটা হবে। তার পরই ঢাকায় ফিরবেন তিনি।সম্প্রতি ভারতের নির্মাতা পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমাতে দর্শক ফারিণকে দেখেছেন। সিনেমার প্রচারে কলকাতাতেও গিয়েছিলেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা পেয়েছেন তাসনিয়া ফারিণ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables