
ছবি- সংগৃহীত
মেহেরপুরের গাংনী থানার অদূরে সড়ক অবরোধ করে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।মঙ্গলবার রাত ৯ টার দিকে ধানখোলা সড়কের বিল্লাল নার্সারির সামনে এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়দের ও ভুক্তভোগীদের তথ্য মতে, ৭-৮ জনের ডাকাত দল পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে সড়ক অবরোধ করে যাত্রী ও পথচারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে সটকে পড়ে। সংবাদ পেয়ে গাংনী থানার পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী মহিষাখোলা গ্রামের জামাত আলীর ছেলে ইয়াসির আরাফাত জানান, সশস্ত্র ডাকাত দল সড়ক অবরোধ করে তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, একই গ্রামের আব্দুল হালিমের কাছ থেকে ৬০০ টাকা, শাহজামালের ৫০০০ টাকা, রেজিয়া খাতুন এর কাছ থেকে ৭০০ টাকা, মিন্টুর কাছ থেকে ২৫০০ টাকা, ধানখোলা গ্রামের মহব্বত আলীর কাজ থেকে ২২০০ টাকা, মিন্টুর কাছ থেকে ৯ হাজার ৭০০ টাকা এবং আড়পাড়া গ্রামের কুরসিয়া খাতুনের কাছ থেকে ২৫০০ টাকা লুট করে। এছাড়া আরও অনেক পথচারীর কাছ থেকে ডাকাতরা নগদ টাকা লুট করে নেয়। পথথচারীদের কাছ থেকেও স্বর্ণালংকার সহ অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয় ডাকাত দলের সদস্যরা।’
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্তের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।