Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫

বক্ষব্যাধি হাসপাতালে ঢুকে গুলি : মারা গেলেন সেই জামাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ৫ আগস্ট ২০২৫

প্রিন্ট:

বক্ষব্যাধি হাসপাতালে ঢুকে গুলি : মারা গেলেন সেই জামাল

ফাইল ছবি

রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ভেতরে দুর্বৃত্তের গুলিতে আহত চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সাবেক নেতা জামাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালের বড় ভাই মো. সালাউদ্দিন সজল।

নিহত জামান হোসেন (৪০) বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তিনি একসময় চতুর্থ শ্রেণির কর্মচারীর সংগঠনের (অফিস ক্লাব) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। জামান মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি।

জামালের বড় ভাই সালাউদ্দিন সজল বলেন, গত শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া আটটার দিকে বনানী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে মুখোশধারী দুই দুর্বৃত্ত দূর থেকে জামালকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোখের পাশ দিয়ে বেরিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
 
ঘটনার দিন জামাল হোসেনের আরেক ভাই জসিম উদ্দিন জানান, জামাল বক্ষব্যাধি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে থাকতেন। রাতে চতুর্থ শ্রেণির অফিসের সামনে মাস্ক পরা দুজন ব্যক্তি তার মাথায় গুলি করে পালিয়ে যায়।

তিনি জানান, সামনে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন। জামাল আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে প্রচার-প্রচারণা চালাচ্ছিল। তাকে কয়েকজন নির্বাচন না করতে ফোনে হুমকি ধামকিও দিচ্ছিল। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে তারাই জামালকে গুলি করে হত্যা করেছে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঘটনাটিতে বনানী থানায় মামলা হয়েছে। তারা ঘটনার তদন্ত করছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables