Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫

বাচ্চা ছেলেদের কথায় মনে হচ্ছে, যা বলবে তাই করব: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ৪ আগস্ট ২০২৫

প্রিন্ট:

বাচ্চা ছেলেদের কথায় মনে হচ্ছে, যা বলবে তাই করব: মির্জা আব্বাস

ফাইল ছবি

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগকে নষ্ট করে দিতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদল আয়োজিত যুব-সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখন সুবর্ণ সুযোগ। কিন্তু এই সুযোগ নষ্ট করার জন্য সরকারের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। কয়েকটা বাচ্চা ছেলের মুখের কথায় মনে হচ্ছে, তারা যা বলবে আমরা তাই করব। এরা মানুষকে মানুষ মনে করে না।

বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালানোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে স্লোগান দেয়া হয়েছে, তা কোনো রাজনৈতিক স্লোগান নয়, ঐক্যের স্লোগান নয়। আপনারা বলছেন এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আনতে চাই না। কিন্তু আপনাদের বয়স, অভিজ্ঞতা দেখে মনে হয় না, এসব কথা আপনাদের মাথা থেকে আসছে। অন্য কেউ আপনাদের প্ররোচিত করেছে।

এ সময় আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেয়ার নাটক সাজানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আপনারা যদি মনে করেন, শুধু আপনাদের কারণে সরকার পতন হয়েছে, তা নয়। ২০২৩ সালের ২৮ অক্টোবর মহাসমাবেশেই আওয়ামী সরকারের পতন হবার কথা ছিল। সেদিন বিএনপির মিছিলে গুলি করা হয়েছিল, আমাদের ওপর অত্যাচার করা হয়েছিল। এখন আপনারা বলছেন, বিএনপি কিছু না, বিএনপি স্বৈরাচার।

মির্জা আব্বাসের মতে, প্রথম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। যদি শেখ হাসিনাও একইভাবে ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে দেশে এত বড় ঘটনা ঘটত না।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables