Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২১ ১৪৩২, শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫

আগারগাঁওয়ে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ৬ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

আগারগাঁওয়ে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬

ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে নারী ও শিশুসহ একই  পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), ও ইভা (৬)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আফরান মিয়া বলেন, আমার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে। এতে আমার শ্বশুরের পরিবারের ছয়জন দগ্ধ হয়। খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, আজ সকালের দিকে আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables