Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৮ ১৪৩২, রোববার ০৩ আগস্ট ২০২৫

বগুড়ায় ফের জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩৭, ২ আগস্ট ২০২৫

প্রিন্ট:

বগুড়ায় ফের জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

ছবি- সংগৃহীত

বগুড়ায় আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার  রাতে নেতাকর্মীরা চলে যাওয়ার পর ৩০/৩৫ জনের একদল অজ্ঞাত ব্যক্তি শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার কাছে ওই কার্যালয়ে ভাঙচুর চালায়।

এ ঘটনায় জেলা জাতীয় পার্টির নেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

বগুড়া জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, ফেসবুকে ঘোষণা দিয়ে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বিপুল সংখ্যক তরুণ-যুবক ‘ছাত্র-জনতার’ নামে অন্য রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর করে। এরপর সদর থানার কাছে কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের অফিসে ভাঙচুর চালায়। অফিসের আসবাবপত্র বাইরে এনে আগুন দেওয়া হয়। পরে তারা বুলডোজার এনে অফিসের সামনের অংশ গুঁড়িয়ে দেয়। এরপর অনেকদিন জাপা অফিস ভাঙা অবস্থায় ছিল। কিছু দিন আগে সংস্কার করা হয়।

বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত তারা কয়েকজন নেতাকর্মী সংগঠন কার্যালয়ে ছিলেন। এরপর তারা চা পানের জন্য শহরের সাতমাথায় যান। রাত সাড়ে ৯টার দিকে কয়েকটি মোটরসাইকেলে ৩০/৩৫ জনের একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি জেলা জাপা ও অঙ্গ সহযোগী সংগঠন কার্যালয়ে আসে। তারা দ্রুত ভাঙচুর চালিয়ে চলে যায়। এ ঘটনায় জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। ভাঙচুরের খবর পেয়ে প্রশাসনকে জানানো হয়। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা সেখানে গিয়ে ভাঙচুরে জড়িত কাউকে খুঁজে পায়নি।

ভাঙচুরে কারা জড়িত এ প্রসঙ্গে জাপা নেতা স্বপন জানান, নতুন করে হামলা সঙ্গে গত ৬ ফেব্রুয়ারির হামলাকারীরা জড়িত নন। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তিনি প্রশাসনের কাছে এ ভাঙচুরে জড়িতদের দ্রুত শনাক্ত ও তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, শুক্রবার রাতে কে বা কারা জেলা জাতীয় পার্টি অফিসে এসে সামান্য অংশ ভাঙচুর করেছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন ও সিনিয়র সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ রুবেল জানান, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনের সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ ও সাধারণ সম্পাদক সাবেক এমপি নুরুল ইসলাম ওমর আত্মগোপন চলে যান। তাদের বিরুদ্ধে হত্যা ও নাশকতার বেশ কয়েকটি মামলা হয়। এ অবস্থায় গত ৬ ফেব্রুয়ারি দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর তারা কয়েকজন পকেটের টাকা খরচ করে সংস্কার এবং সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কোনও খোঁজখবরও নেন না। কেন্দ্রীয় নেতৃবৃন্দও তাদের খোঁজ রাখেন না। তারা এ অবস্থায় এখানে কর্মরতদের দলীয় পদ-পদবি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন।

এ প্রসঙ্গে হোয়াটসঅ্যাপে জেলা জাপা সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহকে ফোন দিলে তিনি কথা বলেননি। সাধারণ সম্পাদক সাবেক এমপি নুরুল ইসলাম ওমর জানান, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। বগুড়া জেলা জাপা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ব্যাপারে তিনি অবগত নন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables