Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৮ ১৪৩২, শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫

রাশিয়ান হাউস ঢাকায় নতুন পরিচালক, জানালেন কর্মপরিকল্পনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ২৪ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

রাশিয়ান হাউস ঢাকায় নতুন পরিচালক, জানালেন কর্মপরিকল্পনা

ছবি: সংগৃহীত

রাশিয়ান হাউস ঢাকায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আলেকজান্দ্রা খ্লেভনই। কর্মস্থলে যোগ দিয়েই তিনি সাংবাদিকদের জানালেন তাঁর কর্মপরিকল্পনা। 

ঢাকাস্থ রাশিয়ান হাউসে বৃহস্পতিবার সাংবাদিকদের খ্লেভনই বলে, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারি কোটার আওতায় উচ্চশিক্ষা লাভের সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। আমরা প্রতিভাবান বাংলাদেশি তরুণ–তরুণীদের রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ করে দিতে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে জানানো হয়, “বিজ্ঞান ও প্রযুক্তির দশক” উদযাপনের অংশ হিসেবে আগামী নভেম্বরের প্রথমার্ধে একাধিক কর্মসূচি আয়োজন করা হবে, যার মধ্যে থাকবে মাস্টার ক্লাস, সেমিনার এবং বিভিন্ন কার্যক্রম—যেগুলো দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables