Bahumatrik :: বহুমাত্রিক
 
৩০ আষাঢ় ১৪২৭, মঙ্গলবার ১৪ জুলাই ২০২০, ১১:৪০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রেম করছি, বিয়ে আগামী বছর : জয়া


১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার, ১০:৫৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


প্রেম করছি, বিয়ে আগামী বছর : জয়া

ঢাকা : আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘রবিবার`-কে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন এ অভিনেত্রী। 

জয়া আরও, ‘আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে আগামী বছরের যে কোনো সময়ে বিয়ে করতে পারি।’

সাক্ষাৎকারে জয়া আহসানকে বলা হয়, কলকাতার এক তারকা জানিয়েছেন যে, জয়া বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন। নিজের সম্পর্কে এ খবর শুনে জয়া আহসান বলেন, ‘ওহ! আমার সম্পর্কে এত কিছু কে বললেন?’

এরপর জয়াকে জিজ্ঞেস করা হয়, তাহলে এ খবর গুজব কিনা?। উত্তরে জয়া বলেন, ‘না। আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার।’ ছবিতে প্রথমবারের মতো প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন জয়া।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।