Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

এবার জরিমানা গুণে আলোচনায় সৃজিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ২৭ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

এবার জরিমানা গুণে আলোচনায় সৃজিত

ঢাকা : বাংলাদেশের জনপ্রিয় গায়িকা, মডেল ও অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলার সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে দুই বাংলায় বেশ আলোচনায় রয়েছে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার আলোচনায় এসেছেন জরিমানা গুণে।

শুটিংয়ের জন্য ড্রোন ওড়ানোয় সৃজিতকে জরিমানা গুণতে হয়েছে। বৃহস্পতিবার ভারতের জলপাউগড়িতে তাকে ২০ হাজার রুপি জরিমানা করা হয়।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা শুক্রবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, জলপাইগুড়ির লসা রেঞ্জের পানঝোড়া বস্তি লাগোয়া জঙ্গল এলাকায় চলছিল ফেলুদা ওয়েব সিরিজের শুটিং। পাশেই মূর্তি নদী। নদীর পাশেই ড্রোন উড়িয়ে নেয়া হচ্ছিল বিভিন্ন শট। বনবিভাগের দুই কর্মী বাধা দেন টিম ‘ফেলুদা ফেরত’কে। সাময়িকভাবে ব্যাহত হয় সিনেমার শুটিং।

বনবিভাগের এক কর্মকর্তা বলেন, ‘একাধিক অভয়ারণ্য এবং সেনা ছাউনি থাকার কারণে উত্তরবঙ্গ এমনিতেই খুব স্পর্শকাতর জায়গা। শুটিংয়ের ওই দলটির কাছে ড্রোন ওড়ানোর কোনও অনুমতি ছিল না। বন দফতরের কর্মীরা ড্রোন ওড়াতে দেখে বিষয়টিতে বাধা দেন। নিয়মমাফিক জরিমানাও করা হয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer