Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

অনবদ্য নাচে যুক্তরাষ্ট্র মাতালেন নায়লা নাঈম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ৫ মে ২০১৫

আপডেট: ১৩:৪৬, ৬ মে ২০১৫

প্রিন্ট:

অনবদ্য নাচে যুক্তরাষ্ট্র মাতালেন নায়লা নাঈম

ঢাকা: মনোমুগ্ধকর নাচের তালে যুক্তরাষ্ট্র মাতালেন বাংলাদেশের জনপ্রিয় মডেল নায়লা নাঈম।

৩ মে যুক্তরাষ্ট্রের জ্যামাইকাতে অনুষ্ঠিত ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-২০১৫’ আসরে নায়লার জমকালো নাচ দেখতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশ থেকে প্রবাসী বাংলাদেশিরা হাজির হয়েছিলেন। বর্ণিল ওই আয়োজনে খোদ যুক্তরাষ্ট্রের অনেক তারকাদের সঙ্গে হাজির হয়েছিলেন সেদেশের বিনোদনপ্রেমীরাও।

আসরে যুক্তরাষ্ট্রের খ্যাতিমান কোরিওগ্রাফার অনিল দিওয়াকর ও বাংলাদেশি কোরিওগ্রাফার নিপুণ সরকারের নৃত্যসংযোজনায় অসাধারণ রূপ দেন নায়লা নাঈম।

Naila_nayemদর্শক নন্দিত এই তারকাকে ‘বেস্ট ফিমেল মডেল’ পুরস্কারেও সম্মানিত করেন ঢালিউড অ্যাওয়ার্ড-২০১৫ শো’ এর আয়োজকরা।

বিদেশের মাটিতে বাস করা দেশের মানুষদের বিনোদন দিতে পেরে আনন্দিত নায়লা ইচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে তার ওয়ালে।

ফেসবুকে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হওয়া নায়লা নাঈম এধরণের আয়োজন করার জন্য আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

প্রবাসী ভক্তদের কাছে যাচ্ছেন নায়লা নাঈম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables