ফাইল ছবি
ইরান সরকার সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে। এই খবর তার পরিবার এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর সূত্রে প্রকাশ করেছে সিএনএন।
২৬ বছর বয়সী এরফান সোলায়মানি পেশায় একজন দোকান ব্যবসায়ী। তিনি তেহরানের শহরতলি কারাজে বাস করেন। গত ৮ জানুয়ারি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাত্র তিন দিনের বিচারপ্রক্রিয়ার পর তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়।
আদালতে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধু বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে পারেননি। তার বোন একজন নিবন্ধিত আইনজীবী হলেও তাকে অনুমতি দেওয়া হয়নি। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।
সোলতানির আত্মীয় সোমায়েহ জানান, তারা জানতে পেরেছেন যে দণ্ড কার্যকর করা হয়নি, তবে এটি এখনো পুরোপুরি বাতিল হয়নি এবং তারা আরও তথ্যের অপেক্ষায় রয়েছেন।ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা জানতে পেরেছে ইরান এখন বিক্ষোভকারীদের হত্যা এবং আটককৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে। কয়েক ঘণ্টার মধ্যে এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার সংবাদ আসে।




