
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট (মূত্রথলি) ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। এ কথা জানিয়েছেন তার মুখপাত্র। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, বাইডেনের বয়স বর্তমানে ৮২ বছর। মুখপাত্র আরও জানান, তিনি হরমোন থেরাপিও নিচ্ছেন। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এনবিসি নিউজের এক সূত্র জানায়, রেডিয়েশন চিকিৎসা পাঁচ সপ্তাহ ধরে চলবে। এটা তার চিকিৎসার নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
গত মে মাসে বাইডেনের অফিস জানায়, তার শরীরে প্রোস্টেট ক্যান্সারের একটি আক্রমণাত্মক ধরন ধরা পড়েছে। তা হাড়ে ছড়িয়ে পড়েছে। ডেমোক্রেট এই রাজনীতিক প্রস্রাবজনিত সমস্যা অনুভব করার পর চিকিৎসকরা তার প্রোস্টেটে একটি ছোট গাঁট আবিষ্কার করেন।
বিবৃতিতে বলা হয়, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। এর গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং হাড়ে ছড়িয়ে পড়েছে। যদিও এটি রোগের একটি আক্রমণাত্মক রূপ। তবে ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, যা কার্যকর চিকিৎসা সম্ভব করে।
ক্যান্সার রিসার্চ ইউকের মতে, গ্লিসন স্কোর ৯ মানে হলো রোগটি ‘হাই-গ্রেড’ বা উচ্চমাত্রার, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সিবিএস জানিয়েছে, বাইডেনের ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন তিনি ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আরেকটি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে ফিলাডেলফিয়ায় তার রেডিয়েশন থেরাপি শুরু হয়েছে। বাইডেন জানুয়ারিতে প্রেসিডেন্টের পদ ছাড়েন, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট ছিলেন। তার স্বাস্থ্যের প্রশ্ন ঘিরে প্রথম মেয়াদে ব্যাপক আলোচনা হয়। এই সমালোচনা তাকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে প্রভাবিত করে। তার সাবেক ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিস ডেমোক্রেট প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।