Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৪ ১৪৩২, শনিবার ১১ অক্টোবর ২০২৫

ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার দখলে নিয়েছে রাশিয়া: পুতিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ৮ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার দখলে নিয়েছে রাশিয়া: পুতিন

ফাইল ছবি

ইউক্রেনের প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে রাশিয়া। সেই এলাকা এখন সম্পূর্ণ কৌশলগত নিয়ন্ত্রণে মস্কোর। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরও বলা হয়, রাশিয়ার ২০২৫ সালের এই অগ্রগতি ইউক্রেনের মোট ভূমির প্রায় ১ শতাংশের সমান। আর বর্তমানে ইউক্রেনের মোট প্রায় ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে রাশিয়া। ৭৩তম জন্মদিনে রুশ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ইউক্রেনীয় বাহিনী সব সেক্টরে পশ্চাদপসারণ করছে। তিনি আরও বলেন, রাশিয়ার ভেতরে গভীর এলাকায় হামলা চালানোর চেষ্টা করছে কিয়েভ। কিন্তু এতে যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি পরিবর্তন হবে না।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইতিমধ্যে তিন বছর ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে। পুতিন বলেন, এই মুহূর্তে রুশ সশস্ত্র বাহিনী সম্পূর্ণ কৌশলগত উদ্যোগের অধিকারী। উত্তর-পশ্চিম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে অনুষ্ঠিত বৈঠক নিয়ে ক্রেমলিন থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী তিনি বলেন, এ বছর আমরা প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার এলাকা,  সুনির্দিষ্টভাবে ৪,৯০০  এবং ২১২টি বসতি মুক্ত করেছি। পুতিন আরও বলেন, ইউক্রেনীয় বাহিনী যুদ্ধসীমার সর্বত্র পিছিয়ে যাচ্ছে। তবে তারা তীব্র প্রতিরোধের চেষ্টা করছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফ্রন্টলাইনে আরও দুটি গ্রাম দখল করেছে। ইউক্রেনের সেনাপ্রধানের মতে, যুদ্ধক্ষেত্রের এই রেখা এখন প্রায় ১,২৫০ কিলোমিটার (৭৭৫ মাইল) দীর্ঘ। তবে ইউক্রেনীয় সামরিক বাহিনী আগস্ট মাসে দাবি করে, রাশিয়ার সাম্প্রতিক আক্রমণগুলো ব্যর্থ হয়েছে। কারণ মস্কোর বাহিনী এ বছর ইউক্রেনের কোনো বড় শহর দখল করতে পারেনি।

ইউক্রেনের সূত্র অনুযায়ী, কিয়েভের সেনারা দোনেৎস্ক অঞ্চলে কিছু সাফল্য অর্জন করেছে। বিশেষ করে দোব্রোপিলিয়া শহরের কাছে, যা গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব পোকরভস্কের নিকটে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী সীমান্তবর্তী সুমি অঞ্চলে কিছু এলাকা পুনরুদ্ধার করেছে, যেখানে রাশিয়া ইতিমধ্যে একটি ঘাঁটি গড়ে তুলেছে। রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বৈঠকে বলেন, রুশ বাহিনী প্রায় সব দিকেই অগ্রসর হচ্ছে। ইউক্রেনীয় বাহিনী এখন মূলত রাশিয়ার এই অগ্রগতি ধীর করার ওপর মনোযোগ দিচ্ছে। গেরাসিমভ বলেন, সবচেয়ে তীব্র যুদ্ধ চলছে দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক ও দিনিপ্রোপেট্রভস্ক অভিমুখে। রুশ বাহিনী দোনেৎস্কের প্রধান যুদ্ধক্ষেত্রের দুটি গুরুত্বপূর্ণ শহর- সিভেরস্ক ও কস্ত্যানতিনিভকা দখলের পথে অগ্রসর হচ্ছে।

তিনি আরও জানান, উত্তর-পূর্ব ইউক্রেনের কুপিয়ান্স্ক শহর থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরিয়ে দিচ্ছে রুশ সেনারা, পাশাপাশি দক্ষিণের জাপোরিঝিয়া ও দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলেও তারা অগ্রসর হচ্ছে। উত্তরে সুমি ও খারকিভ অঞ্চলেও রুশ বাহিনী ‘বাফার জোন’ তৈরি করছে। পুতিন বৈঠকে বলেন, রাশিয়ার লক্ষ্য আজও আগের মতোই রয়েছে- যেমনটা তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিশেষ সামরিক অভিযান শুরু করার সময় বলেছিলেন। তার ভাষায়, এ অভিযান ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদমুক্ত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables