Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বৃহস্পতিবার থেকে স্বল্প পরিসরে শুরু হবে ট্রেন চলাচল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ৩০ জুলাই ২০২৪

প্রিন্ট:

বৃহস্পতিবার থেকে স্বল্প পরিসরে শুরু হবে ট্রেন চলাচল

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল আবার বৃহস্পতিবার থেকে স্বল্প পরিসরে শুরু হবে। মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এরআগে, ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে রেল কর্তৃপক্ষ।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে সীমিত পরিসরে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করবে।
 
তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতির অবনতি ঘটায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables