
ছবি: সংগৃহীত
যশোরে বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার সকালে ভৈরব নদ সেতুর উপর বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন” প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, একসময়ের প্রমত্তা কপোতাক্ষ, ভৈরব, চিত্রা ও মুক্তেশ্বরী নদী আজ দখল, দূষণ ও নাব্যতা সংকটে বিপন্ন। নদী বাঁচাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, টেকসই ড্রেজিং, দূষণকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।অনুষ্ঠানে বাপার নেতৃবৃন্দসহ শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, কৃষক ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।