ছবি: সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিফ পার্সেনাল ম্যানেজার মানসুরা আহমেদের পদায়ন বাতিল করায় আন্দোলন স্থগিত করেছেন বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের এক পক্ষের সদস্যরা।রোববার সকাল ১০টার পর সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ অফিসে আসার পরপর আন্দোলনকারীরা তাকে তালাবদ্ধ করে রাখেন।
আন্দোলনকারীদের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মানসুরা আহমেদকে চিফ পার্সেনাল ম্যানেজার হিসেবে নিজের ইচ্ছা মতো নিয়োগ দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, যা আইনের পরিপন্থি।
মানসুরা আহমেদকে দুর্নীতিবাজ উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, তার পদায়ন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। পরে দুপর ১২টার দিকে মানসুরা আহমেদের পদায়ন বাতিলে ঘোষণা দেয়া হলে আন্দোলন স্থগিত করেন তারা।
এ ছাড়াও অস্থায়ী কর্মচারীদের বেতন বিআইডব্লিউটিসির সমান ও অতিরিক্ত সময় কাজের জন্য এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভাতা দেয়ার ব্যবস্থা করার দাবি করেন আন্দোলনকারীরা।




