
ছবি: সংগৃহীত
মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে খুনের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান শুরু হয়।
এরআগে, বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে জেনেভা ক্যাম্পের ৪ নম্বর গলিতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এসময় একটি ককটেলের আঘাতে প্রাণ হারান জাহিদ (২০) নামের এক তরুণ। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, জাহিদ গ্রাফিক্স ডিজাইনার। তিনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকার দুপক্ষের হামলার শিকার হয়েছেন জাহিদ।
স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও শান্ত হচ্ছে না জেনেভা ক্যাম্প। মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য।
বাসিন্দারা বলছেন, সবচেয়ে বেশি মাদক কারবারি চলে ক্যাম্পের ৭ নম্বর ও ৪ নম্বর গলি। এর সঙ্গে চোয়া সেলিম, শাহ আলম, তারিক, পারমনু ওরফে গাল কাটা মনু, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ঠোট গোলাবী, ফারক এবং ইমতিয়াজসহ বেশ কয়েকজন জড়িত।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নজরুল ইসলাম, মাদক কারবার যারা পরিচালনা করে তাদের গায়ে আগে হাত পড়তে হবে। বিক্রেতার চেয়ে মূলনিয়ন্ত্রককে ধরা না গেলে ক্যাম্পের পরিবেশ পুরোপুরি শান্ত করা সম্ভব নয়। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট গডফাদারদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গেল ছয় মাসে জেনেভা ক্যাম্প থেকে হাজারের বেশি অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।