Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২১ ১৪৩২, মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫

দক্ষিণাঞ্চলের ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ৫ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

দক্ষিণাঞ্চলের ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ফাইল ছবি

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে খুলনা থেকে দক্ষিণাঞ্চলের ৫ জেলায় সোমবার (৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ৯টি সংগঠন। রোববার (৫ অক্টোবর) এর মধ্যে এসব দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দেয়া হয়েছিলো। বিভিন্ন দাবিতে এরই মধ্যে সংগঠনগুলো একাধিক সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশও পালন করেছে।

খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলা খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার অন্তত ২০ রুটে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। রুটগুলোর মধ্যে খুলনা-বাগেরহাট, খুলনা মোংলা, খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-পিরোজপুর, বাগেরহাট থেকে এসব জেলার রুট উল্লেখযোগ্য।

 
বাস মালিক সূত্রে জানা যায়, অবৈধ অনুমোদনহীন বিআরটিসি গাড়ি চলাচল বন্ধ, সড়ক-মহাসড়কে সরকার ঘোষিত ইজি বাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন, চলাচল বন্ধ, দূরপাল্লা পরিবহনে উপজেলায় মাত্র একটি কাউন্টার রেখে অন্যগুলো অপসারণের দাবি জানিয়ে আসছে। খুলনার রূপসায় সংবাদ সম্মেলন করে গত ১৪ সেপ্টেম্বর এসব দাবি জানায় বাস মালিক সমিতির একাধিক সংগঠন। দাবি মানার জন্য তারা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছিলো। নির্ধারিত সময়ে দাবি না মানায় আবারও আন্দোলনে নামে সংগঠনগুলো। শনিবার এসব দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করে বাস মালিক সমিতি। দাবি মানতে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।
 
এদিকে খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে খুলনা মোটর বাস মালিক সমিতি। রোববার সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস এক বিবৃতিতে এ সংহতি জানান।
 
রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো: আনোয়ারুল ইসলাম জানান, মহাসড়কে অবৈধ যান চলাচলের জন্য দুর্ঘটনা বাড়ছে। বিভিন্ন সড়কে বিআরটিসির অবৈধ কাউন্টার ও অবৈধ বিআরটিসি বাসের জন্য মালিকদের ব্যবসা বন্ধের উপক্রম। এ অবস্থায় আমাদের দীর্ঘদিনেরে দাবিগুলো নিয়ে আমরা সরকার ও বিভিন্ন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাচ্ছি না। আজকের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্ট কালের ধর্মঘটে যাবে ৫ জেলার বাস মালিকদের ৯ সংগঠন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables