Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১ ১৪৩২, শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র: ভাঙচুর-সংঘর্ষ-পাল্টাপাল্টি ধাওয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ১৭ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র: ভাঙচুর-সংঘর্ষ-পাল্টাপাল্টি ধাওয়

ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন জুলাইযোদ্ধারা। তবে বেলা সোয়া ১টার পর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে অবস্থানকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও জুলাইযোদ্ধারা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর। এতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সামনের মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় রণক্ষেত্রে।

অবস্থানকারীদের লাঠিপেটাও করতে দেখা গেছে পুলিশকে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন জুলাইযোদ্ধা। তাদেরকে হাসপাতালে নিতে দেখা গেছে।এই ঘটনার পরে বাইরে গিয়ে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। কয়েকটি যানবাহনে আগুন ধরিয়েও দেওয়া হয়েছে।

বাইরে লাঠিসোঁটা হাতে দেখা গেছে একদল তরুণকে। ইটপাটকেলও নিক্ষেপ করেন তারা। বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামে জুলাইযোদ্ধাদের সংগঠন তিন দফা দাবি জানিয়ে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন। তাদের দাবিগুলো হচ্ছে-

১. জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

২.আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables