Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২১ ১৪৩২, বুধবার ০৬ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ : আহত ১০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ৫ আগস্ট ২০২৫

প্রিন্ট:

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ : আহত ১০

ছবি- সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। সেখানেই বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

আহতরা হলেন মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩), মিহাত (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘আহত ১০ জন আমাদের হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্টেজের সামনে বেলুনে আগুন ধরে যায়। তবে আগুন দ্রুত নিভে যায়, আমাদের নির্বাপণ করতে হয়নি। প্রাথমিকভাবে আহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম রয়েছে।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables